আমার হোম বাংলাদেশে অবস্থিত অন্যতম সেরা একটি মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র। মাদকাসক্তির যে কোন সমস্যা প্রতিরোধের জন্য আমরা অনুসরন করি আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং কার্যকরী পেশাদারি সেবা। প্রত্যেক ক্লায়েন্টের বিভিন্ন আসক্তিজনিত অসুবিধার জন্য নিশ্চিত করি আন্তরিক পরিবেশে ওয়ান-টু- ওয়ান সেশন সহ অন্যান্য উপযোগী সার্ভিস।
রোগীদের মাদকাসক্তি সহ অন্যান্য আচরণগত সমস্যায় সার্বক্ষণিক সেবা প্রদানে রয়েছে আন্তর্জাতিকভাবে সার্টিফায়েড, প্রশিক্ষনপ্রাপ্ত একদল বিশেষজ্ঞ এবং সুযোগ্য পেশাদার কর্মীদল।
গ্রাহকদের সুবিধা অনুযায়ী এবং সর্বোচ্চসন্তুষ্টির লক্ষ্য আমরা আবাসিক, অনাবাসিক দু-ভাবেই সার্ভিস প্রদান করে থাকি। আমাদের আবাসিক ব্যবস্থায় রয়েছে অত্যাধুনিক, আরামদায়ক ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের সুবিধা, যা ব্যক্তির শারীরিক, মানসিক ও আত্মিক চাহিদা পুরনে পরিপূরক। আমদের সার্ভিসে শুধু থেরাপিকালীন আবাসন নয় বরং চিকিৎসা পরবর্তী যত্নেও যথাযথ গুরুত্ব দেয়া হয়। এছাড়া ক্লায়েন্টের চাহিদামত বাসায় সেবা দানের জন্য দক্ষ মেডিক।
রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত আমার হোম রিহ্যাবিলিটেশন সেন্টারে আমাদের ক্লায়েন্টদের দেয়া হয় বিশ্বমানের সেবা সুবিধা।
আমাদের লক্ষ্য
অত্যাধুনিক, বিস্তৃত ও ক্ষতিকরপার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে মাদকাসক্তির করাল গ্রাস নির্মূলে অগ্রপথিক হয়ে কাজ করা।
মূল উদ্দেশ্য
ক্লায়েন্টদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং নতুনভাবে জীবন শুরু করায় উৎসাহ ও সহযোগিতা প্রদান করা। এছাড়া মাদকাসক্তদের নিরাময়ে নিরাপদ, আন্তরিক ও স্বস্তিদায়ক সেবা দেয়া।
আমাদের সেবাসমূহ
প্রত্যেক মাদকাসক্তের জন্য বিকল্প নিরাময় সুযোগ সহ উপযোগী ও বিস্তৃত চিকিৎসা সুবিধা।
আসক্তির মাত্রাভেদে উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে রয়েছে দক্ষ ও নিবেদিত কর্মীদল।
চিকিৎসা পরবর্তী সেবার জন্য রয়েছে আরামদায়ক বাড়ির উপযোগী পরিবেশ।
শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উপায়ে পরিপূর্ণ নিরাময়ের জন্য রয়েছে পরিবারের সমর্থন কার্যক্রম।
আন্তর্জাতিক ভাবে স্বীকৃত দক্ষ ও পেশাদার স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত বিবিধ চিকিৎসা কার্যক্রম। এছাড়া আমাদের বিভিন্ন নিরাময় কার্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে;
- মাদকাসক্তির প্রভাব নির্মূল করা
- আবাসিক ও অনাবাসিক চিকিৎসা সুবিধা
- নিরাময় পরবর্তী যত্ন
- মাদক পরীক্ষা
অনুসৃত নীতিমালা
ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা
সরাসরি এবং কার্যকরী যোগাযোগ ব্যবস্থা
গুনগত সেবা
যে কোন প্রয়োজনে রয়েছে অল- রাউন্ডেড সাপোর্ট সুবিধা।
আমাদের অভিজ্ঞতা
আমরা বিশ্বাস করি মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য উপযুক্ত পরিবেশ এবং ব্যক্তিগত পর্যবেক্ষণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তা নিশ্চিত করা সম্ভব হয় দক্ষতা, অভিজ্ঞতা ও পারিপার্শ্বিকতার সমন্বয়ে। ‘আমার হোমে নিযুক্ত দক্ষ ও পারদর্শী থেরাপিস্টরা ইন্ডাস্ট্রির সেরা ইন্সটিটিউটথেকে প্রশিক্ষনপ্রাপ্ত এবং মাদকাসক্ত রোগীদের বিভিন্ন সমস্যা সমাধানে অভিজ্ঞতাসম্পন্ন।আপনার আপনজনের সেরা চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য রয়েছে আমাদের সুশৃঙ্খল, নিবেদিত এবং উপযুক্ত বিশেষজ্ঞদল।