আবাসিক চিকিৎসা ব্যবস্থা
আমাদের আবাসিক ট্রিটমেন্ট প্ল্যানে রয়েছে আরামদায়ক পরিবেশে বসবাসসহ ২৪/৭ নিরবিচ্ছিন্ন চিকিৎসা সুবিধা। নেশাগ্রস্ত আসক্ত ব্যাক্তিদের চিকিৎসায় আমরা অনুসরণ করি কার্যকরী এবং প্রখ্যাত কমিউনিটি বেজড মাল্টিডিসিপ্লিনারি মডেল। চার মাসব্যাপী এই আবাসিক চিকিৎসার অন্যতম মূল লক্ষ্য ব্যক্তিকে পুনরায় সামাজিকভাবে সক্ষম করে গড়ে তোলা।
অনাবাসিক কাউন্সেলিং-থেরাপি
Tএই প্রোগ্রামটি মাদকাসক্তির বিরুদ্ধে চলমান দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রক্রিয়ার ধারাবাহিক অংশ। অনাবাসিক কাউন্সেলিং-থেরাপির মাধ্যমে ব্যক্তিকে আসক্তিরধে আমাদের চার মাস ব্যাপী আবাসিক ট্রিটমেন্টের মূল বিষয়গুলো পুনঃপুন অনুসরণে সাহায্য করা হয়। এছাড়া অ্যাডিকশন উদ্দিপক বা ট্রিগার হিসেবে যে বিষয়গুলো কাজ করে তা দমনেও রয়েছে বিশেষ ব্যবস্থা।
আরোগ্য পরবর্তী শুশ্রূষা
অ্যালকোহল আসক্তি থেকে সুস্থ পুনরুদ্ধারের জন্য ব্যাক্তির ধারাবাহিক যত্ন, সহযোগিতা প্রয়োজন। ক্লিনিক্যাল ট্রিটমেন্টের ফলাফল তাৎক্ষণিক এবং দ্রুত হলেও এর সুফল ধরে রাখার জন্য প্রয়োজন নিয়মিত ফলোআপ। নির্দিষ্ট সময় বিরতিতে রোগীর শরীরে মাদকের মাত্রা পরিক্ষা করা ফলোআপের অন্যতম বিষয়। এতে করে স্বাভাবিক জীবনযাপনে ব্যক্তির সক্ষমতা যাচাই করা সম্ভব হয়।